Photo by the author

ক্যাডেট জীবনের ইতিকথা – নামহীন সেই খাল

ঝিনাইদাহ ক্যাডেট কলেজের ভেতর দিয়ে একটি খাল বয়ে গেছে। খালটির কোন নাম নেই। অন্ততঃ আমরা কলেজে থাকাকালীন কেউ খালটিকে কোন নামে ডাকে নি। এ খাল ভরা বর্ষায় উপচে পড়তো; আর হিম শীতে তার পানি হতো কোমর পর্যন্ত। প্রিন্সিপাল স্যারের বাড়ির পিছের অংশের পানি বেশ গভীর ছিল। ছোটবেলায় বাবা ও তাঁর সহকর্মীদের দেখেছি খালের জলে ক্যাডেটদের সাথে ওয়াটার পোলো খেলতে। এই খালেই আমরা মাছ ধরা শিখেছি, ডিঙ্গি নৌকা বাইতে শিখেছি, ডুবতে-ডুবতে সাঁতার কাটতে শিখেছি। এই খালের কচুরীপানার ভেতর নেমেই আমাদের পায়ে কত না জোঁক সাপটেছে। এর পাড়ের মাঠেই ছিল আমাদের খেলার মাঠ। কতবার যে বল পড়েছে তার জলে। আবার সাত সকালে ঘুম থেকে উঠে আমার মা তাঁর দুই ছোট্ট মেয়ের হাত ধরে এই খালের পাড়েই দাঁড়িয়ে থাকতেন তাঁর ছেলেকে দেখবেন বলে। আমরা সকালে পিটির আগে এক পাঁক দৌড়ে যেতাম এই খালের পাড়ের রাস্তা দিয়ে। ওপারে মা দাঁড়িয়ে থাকতেন আমায় দেখবেন বলে। এমন কোন দিন যায় নি যে তিনি সেখানে দাঁড়িয়ে থাকেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *