
হঠাৎ’ই শেখার শুরু
হঠাৎ দেখি
ঘুমিয়েছি এক পৃ্থিবীতে
জেগে উঠেছি আরেকটিতে
ডিজনীতে আর কোন জাদু নেই
প্যারিস রোমান্টিক মনে হচ্ছে না।
হঠাৎ নিউইয়র্কে সবাই রাতে ঘুমুচ্ছে
চিনের সেই দেয়াল আর কোন দূর্গ নয়
ঢাকার মুক্ত রাস্তার জন্যে ভালবাসা জাগছে না
হঠাৎ দামী গাড়ির মালিকরা ভঁ-ভঁ করছেন না।
চুমু-আলিঙ্গন এখন মারনাস্ত্র
হাত ধরে পার্কে? আইনত নিষিদ্ধ।
গোপন অভিসারগুলোও দূরে সরে যাচ্ছে
বাবা-মাকে দেখতে যাওয়া
আর ভালবাসার প্রকাশ নয়।
বন্দুক উঁচিয়ে এখনও দাঁড়িয়ে সীমান্তরক্ষী?
বহাল রয়েছে কাঁটাতার?
পৃথিবীর বুক দাগ টেনে ভাগ?
বন্দুক থাকলেই নিরাপদ থাকা যায়?
হঠাৎ আমাদের মেশিন গান, বোমা,
ট্যাংকের ওপর ধুলো জমছে
হঠাৎ নতুন কোন হিরোশিমা খুঁজছি না।
হঠাৎ বুঝতে শেখা ক্ষমতার আসল উৎস কোথায়
হঠাৎ অর্থ আমাদের কাজে লাগছে না
হঠাৎ নিজেকে ব্রক্ষান্ডের হাতে সঁপে দেয়া
হঠাৎ ‘অসহায়ত্ব’ বুঝতে শেখা
হঠাৎ দয়ালু মানব হতে শেখা।
[[অজ্ঞাত এক ইংরেজী চোথা থেকে আইডিয়া নিয়ে নিজে-নিজে বাংলা মেরে দিলাম। বানান ভুল থাকতে পারে]]